রাজধানীর মোহাম্মদপুরে তিন ঘণ্টার ব্যবধানে ছিনতাইকারী সন্দেহে পৃথক দুটি গণপিটুনির ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত দুজন হলেন হানিফ (২২) ও সুজন (২৩)। পুলিশ জানায়, আজ বুধবার ভোর ৪টার দিকে নবীনগর হাউজিংয়ের ১৬ নম্বর সড়ক দিয়ে যাওয়ার সময় মুরগিবোঝাই একটি গাড়ি আটকে ছিনতাইয়ের চেষ্টার সময় স্থানীয় মানুষেরা দুজনকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে হানিফ নামের একজনের মৃত্যু হয়। আর শরীফ (২২) নামের আহত একজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৭টার দিকে একই এলাকার ১১ নম্বর সড়কে ছিনতাইকারী সন্দেহে দুজনকে আটক করে গণপিটুনি দেন স্থানীয় মানুষেরা। এতে সুজন নামের একজন নিহত হন এবং ফয়সাল (২৩) নামের একজন আহত হন। ফয়সাল এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।...