বুধবার বিকালে এক ফেসবুকে পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর লিখেছেন, জুলাই গণঅভ্যুত্থানপরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদের নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আরও লেখেন, একইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যারা অত্যন্ত ধৈর্য্য, কৌশল ও দক্ষতার সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে একটি অত্যন্ত প্রাণবন্ত, অংশগ্রহণমূলক সফল নির্বাচন সম্পন্ন করেছেন। নুর আশা করেন, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহকে নিয়ে ছাত্ররাজনীতিতে একটি নবদিগন্তের সূচনা করবেন। যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবা মুক্ত এবং শিক্ষার্থী তথা জাতির কল্যাণে। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের লেখাপড়া-গবেষণা, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব, সাহিত্য-সংস্কৃতি ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি। পরিশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি...