জাকসুর ভোটের প্রচারণা ২৮ আগস্ট শুরু হওয়া মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, এরপর কোনো প্রার্থী প্রচারণা চালালে তা আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে। শেষ দিনে প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে—মুরাদ চত্বর, পরিবহন চত্বর, টিএসসি, ক্যাফেটেরিয়া, বটতলা, চৌরঙ্গী, কেন্দ্রীয় গ্রন্থাগার, টারজান পয়েন্ট, ছাত্র-ছাত্রী হল সংলগ্ন সড়ক এবং বিভিন্ন অনুষদে—শিক্ষার্থীদের কাছে তাদের ইশতেহার তুলে ধরেছেন। রাতে আবাসিক হলগুলোতে দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যা শুনেছেন এবং নিজেদের প্রতিশ্রুতি ব্যাখ্যা করেছেন। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী ফারহানা বিনতে জিগার ফারিনা (আইবিএ, ৫০তম আবর্তন) তার প্রচারণার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “জাকসু কোনো এমপি নির্বাচন নয়, এটা একটা দায়িত্ব। আমি প্রচারণায় আমার ফোন দিয়ে ইশতেহার ব্যাখ্যা করে ভিডিও বানিয়েছি। কোয়ালিটি নিয়ে চিন্তা করিনি, কারণ আমার ইশতেহারে শিক্ষার্থীদের...