তিমির বনিক, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজার সরকারি কলেজের সামনে কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটি হলে কলেজগেটের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এ সময় ওই দুই কিশোর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে। পরে তারা উত্তেজিত হয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে আশপাশের জনতা ক্ষিপ্ত হয়ে উঠে তাদের গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজগেটসহ শহরের বিভিন্ন স্পটে প্রায়ই ছাত্রীদের ইভটিজিংয়ের মত ঘটনা প্রায়শই ঘটে। কিন্তু ভয়ে বা সামাজিক সম্মানের কারণে অনেকেই বিষয়টি প্রকাশ করতে চায় না। আজকের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করলেও তারা মনে করেন, স্থায়ীভাবে এ...