জাতীয় লিগ টি-টোয়েন্টিতে চোখ রেখে কদিন ধরেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছিলেন মাহমুদউল্লাহ। দেশের সাবেক অধিনায়কে বুধবার এই আঙিনায় দেখা গেল ভিন্ন রূপে। এ দিন তিনি ব্যাটিং ওয়ার্কশপের মনোযোগী ছাত্র। এখানে তার সঙ্গী বর্তমান-সাবেক আরও বেশ কজন ক্রিকেটার ও দেশের কয়েকজন কোচ। তাদের সবারই চাওয়া, উঁচু মানের কোচ হয়ে ওঠার শক্ত ভিত গড়ে তোলা। বিসিবি সভাপতি বেশ কিছু দিন আগেই ঘোষণা দিয়েছিলেন এই ব্যাটিং কোচিং কোর্সের কথা। মিরপুরে তিন দিনব্যাপী সেই কোর্স শুরু হলো বুধবার, যেটির কেতাবি নাম দেওয়া হয়েছে ‘রান স্কোরিং ওয়ার্কশপ।’ মাহমুদউল্লাহ ছাড়াও সাবেক ক্রিকেটারদের মধ্যে এই ওয়ার্কশপ করছেন জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, নাজিম উদ্দিন, নাদিফ চৌধুরি, ফরহাদ হোসেন, তুষার ইমরান, নাসিরউদ্দিন ফারুকরা। তাদের মধ্যে আশরাফুলম রাজিন, হান্নান, ফারুকরা...