টাঙ্গাইলের সখীপুরে হাতীবান্ধা ইউনিয়নের কামালিয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২০ বছর ধরে বসছে বাঁশের হাট। সপ্তাহে শুধু সোমবার হাট বসানোর কথা থাকলেও, রবিবার সকাল থেকেই দূরদূরান্ত থেকে বিক্রেতারা বাঁশ নিয়ে আসেন। এতে বিদ্যালয় মাঠে জমে ওঠা হাট শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিক্ষার্থীর খেলাধুলা ও শরীরচর্চার জায়গা হারিয়ে যাচ্ছে এই বাঁশের হাটের কারণে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ১১০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয় প্রতিষ্ঠার আগে থেকেই জমজমাট ছিল কামালিয়া চালা বাজার। পরে বাজারের সম্প্রসারণ হতে হতে একসময় স্কুল মাঠের ভেতরে ঢুকে পড়ে বাঁশের হাট। প্রথমে সীমিত পরিসরে বাঁশ কেনাবেচা হলেও কালের পরিক্রমায় হাটটি এখন বিশাল আকার ধারণ করেছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠের...