কথা প্রসঙ্গে ওয়াহিদ সাদিক বলেন, ‘একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেশে যাওয়া হয়। প্রয়োজনীয় কাজ সেরে আবার আমেরিকায় ফিরে আসি। মাস দুয়েক আগে আমার বাংলাদেশে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে আরও কিছু জরুরি কাজ পড়ে যাওয়াতে আর যাওয়া হয়নি। এরপর তো অসুস্থ হয়ে পড়ি। তাই আপাতত যাওয়া হচ্ছে না।’ কথা হয় শাবানার সঙ্গেও। তিনি জানান, মায়ের সঙ্গে সময় কাটছে তাঁর। বয়স্ক মা তাঁর কাছে আছেন। বললেন, ‘আমিও শুনলাম, আমি নাকি বাংলাদেশে গেছি। চুপচাপ আছি। কারও সঙ্গে দেখা করছি না! শুনে আমি নিজেও অবাক। তবে এটা বুঝি, সবাই আমাকে ভালোবাসেন, তাই খোঁজখবর রাখেন। কিন্তু এমনভাবে গুজব ছড়ালে তো সমস্যা। যাঁরা শুরুতে ছড়ালেন, আমি ঢাকায় আছি তাঁরা তো বিশ্বাসযোগ্যতা হারাবেন। তাই কোনো কিছু বলার আগে যাচাই–বাছাই করে নেওয়া উচিত।’ স্বামী ওয়াহিদ সাদিকের...