ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডাকসু রোকেয়া হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার মুনতাহা ইসমাইল এশা। তিনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার গ্রামের অধ্যাপক ইসমাইল হোসেন খায়ারীর কন্যা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়, যেখানে মুনতাহা ইসমাইল এশা ১,১৩৮ ভোট পেয়ে রোকেয়া হলের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর মুনতাহা ইসমাইল এশা বলেন, “আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের কাছে। ডাকসু নির্বাচনে রোকেয়া হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে আমি বিজয়ী হয়েছি। আমার শুভাকাঙ্ক্ষীদের অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমাকে সাহস ও অনুপ্রেরণা দেওয়ার জন্য। সবার কাছে দোয়া চাই, আমার নেতৃত্ব যেন দেশ ও জাতির কল্যাণে কাজে আসে।” মুনতাহা ইসমাইল এশার বাবা অধ্যাপক ইসমাইল...