বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানিয়েছেন, পতিত সরকারের দোসরদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের পরাজয় ঘটেছে। বলেন, এই নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে। বুধবার বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে সেলিমা রহমান আগামী জাতীয় নির্বাচনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। শহরের সদর রোডে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে, মঙ্গলবার বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে। কিছু রাজনৈতিক দল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় না। তারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, কিন্তু আমি চাই মানুষ দেখুক, ভোট দেবে কি না।” সেলিমা রহমান আরও বলেন, “বিএনপির আন্দোলন...