অভিযোগ আছে, মোজাফফর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের তিন প্রার্থীকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এ ঘটনার পরপর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মোজাফফর। তিনি দাবি করেন, তাঁর ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যে প্রণোদিতভাবে হ্যাক করে একটি রাজনৈতিক পোস্ট করেছে। ফেসবুকে মোজাফফরের আইডিতে ‘শুভকামনা রইল ২১, ১৭, ০৮’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করা হয়। সেটার ক্যাপশনে লেখা, ‘মেধাবীদের জন্য শুভকামনা রইল।’ এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। প্রসঙ্গত, ডাকসু...