দেশের চালবাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের প্রধান, বাংলাদেশ মেজর অটো ও হাস্কিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রশিদ এগ্রো লিমিটেডসহ কয়েকটি গ্রুপ কোম্পানির স্বত্বাধিকারী আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ, পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন আকিজ এসেনশিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন। মামলা নং ১১, তারিখ: ০৯/০৯/২০২৫। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ জুন থেকে আগস্ট পর্যন্ত সময়ে দেশের প্রথম সারির শিল্পগ্রুপ আকিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ এসেনশিয়ালের সঙ্গে কাঁচামাল সরবরাহের চুক্তি করেন আব্দুর রশিদ। কিন্তু শর্ত ভঙ্গ করে মালামাল দেওয়ার প্রতিশ্রুতি...