বাণিজ্য ডেস্কঃআজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস। দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। আজ ডলারের দাম কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২১ দশমিক ৭৯ টাকা ও সর্বনিম্ন ১২১ দশমিক ৭২ টাকা। আজ ডলারের গড় দাম ১২১ দশমিক ৭৪ টাকা। আজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে কিছু মুদ্রার দাম বেড়েছে ও কিছু মুদ্রার দাম কমেছে। আজ দাম কমেছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার। দাম বেড়েছে সিঙ্গাপুর ডলারের।...