বাংলাদেশসহ সারা বিশ্বে গত এক দশক ধরে ঘর সাজানোর জগতে ‘ফার্মহাউজ স্টাইল’ এক আলোচিত নাম। পশ্চিমা দেশগুলোতে যেমন এটি জনপ্রিয় হয়েছে, তেমনি দেশেও শহরে বহু নতুন বাড়ি বা রিসোর্টে এই ধারা দেখা যায়। ফার্ম হাউজ স্টাইল মূলত ইউরোপ ও আমেরিকার গ্রামীণ বাড়িঘরের অনুপ্রেরণায় গড়ে উঠেছে। এর মূল বৈশিষ্ট্য হল সরলতা, আরামদায়ক পরিবেশ, প্রাকৃতিক উপকরণের ব্যবহার এবং এক ধরনের গ্রামীণ নান্দনিকতা। কাঠের আসবাব, উন্মুক্ত বিম, সাদা দেয়াল, মাটির রং, সাদামাটা কাপড়, আরামদায়ক বসার ব্যবস্থা— সব মিলিয়ে এক উষ্ণ ও আমন্ত্রণমূলক আবহ তৈরি করে এই স্টাইল। বাংলাদেশে এই ধারা মূলত শহরের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির মধ্যে জনপ্রিয় হয়েছে। অন্দরসজ্জা প্রতিষ্ঠান চতুষ্কোণের পরিচালক কান্তা কবির বলেন, "ঢাকার অভিজাত এলাকায় বাড়ি নির্মাণে বা রিসোর্ট সাজাতে ফার্মহাউজ ধারা লক্ষ করা যায়। এটি মূলত পশ্চিমা এক...