ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ের গাছ চুরি করে কাটার সময় চাপা পড়ে মাসুদ শেখ (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। লাশ উদ্ধার করার সময় তার বাম হাত ভাঙা পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলার ঘোড়াখালী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাসুদ শেখ বোয়ালমারীর ঘোষপুর ইউনিয়নের ভীমপুর গ্রামের বাসিন্দা ও চা বিক্রেতা ছিলেন। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে রাতের আঁধারে স্থানীয় চোরচক্র রেলওয়ের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছে। এসব কাজে স্থানীয় শ্রমিকদের ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে মাসুদ শেখও এসব চোরচক্রের কাজে ব্যবহৃত হয়ে রেলওয়ের গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মারা যান। সকালে স্থানীয়রা রেললাইনের পাশে ঘটনাটি দেখে গ্রাম পুলিশ ও থানায় খবর দেয়। বুধবার বেলা...