রক্তক্ষয়ী সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেলকে পাঠানো এক পদত্যাগপত্রে তিনি জানান, দেশের সংকট সমাধানের স্বার্থে এবং সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে রাজনৈতিক সমাধান বের করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে টানা সহিংস বিক্ষোভের মধ্যে ওলির এই পদত্যাগ আসে। বিক্ষোভকারীরা শুধু সরকারি স্থাপনাই নয়, রাষ্ট্রপতি পৌডেল এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। ওলির পদত্যাগের পরও সহিংসতা অব্যাহত ছিল। অবশেষে সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে এবং রাজপথে টহল দিচ্ছে। এমন অবস্থায় নেপালে রাজনৈতিক অনিশ্চয়তার শঙ্কা দেখা দিয়েছে। ভারত ও চীনের মাঝখানে স্থলবেষ্টিত নেপাল দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে সর্বশেষ বিক্ষোভের সূত্রপাত হয় গত সপ্তাহে, যখন সরকার ফেসবুক, এক্স, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও লিংকডইনসহ...