ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত ভাঙ্গার মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছে। ফলে ঢাকা খুলনা, ঢাকা- বরিশাল এবং ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল আটটা থেকে ফরিদপুর ভাঙ্গায় মহাসড়কের পুখুরিয়া, সদরদী ও মহাসড়কের সুয়াদিয়া নামক স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে টায়ার জ্বালিয়ে শত শত বিক্ষুব্ধ মানুষ অবস্থান নিয়েছে। এতে করে দ্বিতীয় দিনেও সড়ক অবরোধের ফলে সকাল থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগের মধ্যে পড়েছে যাত্রীরা। আন্দোলনকারীদের দাবি, ফরিদপুর ৪ আসন থেকে দুটি ইউনিয়নকে পুনরায় ফিরিয়ে দেয়া না হলে, তাদের এই আন্দোলন চলবে। প্রয়োজনে রক্ত দিবে তবুও ভাঙ্গার আলগি ও হামিদদী ইউনিয়নের এক অংশ জমিও তারা দিবে না। এদিকে এই অবরোধের ফলে মহাসড়কের তিন পাশে অসংখ্য যানবাহন অবস্থান করছেন। এসব...