এশিয়া মহাদেশের দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় আঞ্চলিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এশিয়া কাপ। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে টুর্নামেন্টের ১৭তম আসর। আজ দ্বিতীয় দিন মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তার আগে দলটির সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জানালেন, এই টুর্নামেন্টে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখেন না তিনি। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে টুর্নামেন্টের নাম পরিবর্তন করার কথাও বলেন অশ্বিন। অশ্বিন বলেন, ‘তারা দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো-এশিয়া কাপে রূপ দিতে পারে। এখন যে অবস্থায় আছে, তাদের উচিত ভারত ‘এ’ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।’ এশিয়া কাপের সবচেয়ে বেশি ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর বাইরে শ্রীলঙ্কা, পাকিস্তান শিরোপা ঘরে তুলেছে। বাংলাদেশও তিনবার ফাইনাল খেলেছে। তবে এখনো শিরোপা জেতা হয়নি কখনো। এমন অবস্থায় বাংলাদেশকে হিসাবের মধ্যে...