১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কুটিরচর এলাকায় তিন কিলোমিটারজুড়ে দুধকুমার নদীর প্রবল ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটাসহ নানা স্থাপনা। ভাঙনে নিঃস্ব হয়ে পড়ছেন ওই এলাকার শত শত পরিবার। ঠাঁই হারিয়ে দিশেহারা পরিবারগুলোর দাবি, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নিলে স্ত্রী-সন্তান নিয়ে পথে বসতে হবে তাদের। ভাঙন আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ। এ অবস্থায় ভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবিতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্ধু বাজার সংলগ্ন নদীতীরে মানববন্ধন করেছেন বামনডাঙ্গা ইউনিয়নের শতাধিক মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সদস্য সচিব সাইফুর রহমান, সাবেক সভাপতি সেকেন্দার আলী, ইউপি সদস্য বাবুল মিয়া, ইউনিয়ন...