ভোলা দারুল হাদীস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আমিনুল হক নোমানীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে নোমানীকে হত্যা করা হয়েছে। তারা বলেন, ৪ দিন ধরে আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কোনো সঠিক তথ্য বা তদন্তের অগ্রগতি জানাতে পারেনি। আমরা খুনিদের বিচার চাই। যদি দাবি পূরণ না হয়, ছাত্রসমাজ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে খুনিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে ভোলা আলীয়া...