বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে, পিছিয়ে পড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমি আপনাদেরসহ সবার সহযোগিতা কামনা করছি।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।মাসুদ সাঈদীর উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এ আয়োজন করা হয়।পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সদস্য সরোয়ার হোসেন জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ সাঈদী।স্কুলের সামনে মাকে পিটিয়ে অস্ত্রের মুখে মেয়েকে অপহরণতিনি বলেন, পিরোজপুর পৌরসভার ১০০ বছরেরও বেশি পুরোনো একটি পৌরসভা হলো এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড বলতে কিছুই নেই। এখানে...