নিজস্ব প্রতিবেদক: ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি প্রকাশ্যে স্বীকার করেছেন যে, দেশটি বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জে জর্জরিত। তার এই স্বীকারোক্তি ভারতীয় সামরিক বাহিনীর মধ্যে এক ধরনের উদ্বেগ ও অস্থিরতা প্রমাণ করে। অনেকে মনে করছেন, এমন বিশৃঙ্খলা চলতে থাকলে একসময় ভারতের কিছু রাজ্য হাতছাড়া হতে পারে এবং দেশটি টুকরো টুকরো হয়ে যেতে পারে। সেনাপ্রধান দ্বিবেদী তথাকথিত 'থিয়েটারাইজেশন' চালুর জন্য মরিয়া চেষ্টার কথা বললেও তার বক্তব্যে উদ্বেগ ও অস্থিরতা প্রকাশ পেয়েছে। তিনি মানেক শ কেন্দ্রে 'অপারেশন সিদুর: দ্য আনটোল্ড স্টোরি অব ইন্ডিয়াজ ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "থিয়েটারাইজেশন আসবেই, আজ হোক বা কাল। শুধু সময়টা কত লাগবে সেটাই প্রশ্ন।" তবে এই মন্তব্য ভারতের সামরিক বাহিনীর মধ্যে তীব্র টানাপোড়েন ও দ্বিধা তৈরি করেছে। গত মাসে মধ্যপ্রদেশের...