১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম লাভজনক ও নিরাপদ ধান চাষে তারুণ্যের অংশগ্রহণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ উপলক্ষে নগরীর চরবদনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) খামারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ আশিক ইকবাল খান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভাত আমাদের প্রধান খাদ্য। তাই ধান চাষে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই। আর এজন্য দরকার কৃষি যান্ত্রিকীকরণ। এর মাধ্যমে উৎপাদন খরচ কমে যাবে। পাশাপাশি শ্রম ও সময় সাশ্রয় হবে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা রাইস ট্রান্সপ্ল্যান্টারের সাহায্যে কীভাবে ধানের চারা রোপণ করা হয় তা...