ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনের মতো ফলাফল প্রকাশের পর বুধবার (১০ সেপ্টেম্বর)-ও দেশের শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে। সিংহভাগ প্রতিষ্ঠানের দরপতন হওয়ায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। সেইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের বড় পতন হয়েছে। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে। এর আগের ডাকসু নির্বাচনের দিন মঙ্গলবার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে প্রধান ঘণ্টার লেনদেন শেষ হতেই বাজারে ঢালাও দরপতন দেখা দেয়। লেনদেনের শেষ পর্যন্ত এই ধরা অব্যাহত থাকে। ফলে মূল্যসূচকের বড় পতন দিয়েই দিনের লেনদেন শেষ হয়। ডাকসু নির্বাচনের দিন ও ফলাফলের পর শেয়ারবাজারে ঢালাও দরপতন হলেও, এই দরপতনের পেছনে ডাকসু নির্বাচনের...