আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রকাশিত র্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টিতে ব্যাটারদের মধ্যে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাশ। বোলিংয়ে এক ধাপ এগিয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মঙ্গলবারের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশ ক্রিকেট দলের কোনো উন্নতি হয়নি। টি-টুয়েন্টিতে দশম স্থানেই আছে বাংলাদেশ। লিটন দাস আগের র্যাঙ্কিংয়ে ছিলেন ৪৭ এ। ৫৪৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠে এসেছেন ৪১তম স্থানে। ২০২৩ সালে লিটনের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট এসেছিল ৫৯৬। অন্যান্যদের মধ্যে জাকের আলী অনিক এগিয়েছেন তিন ধাপ। ৪৯৬ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে তার অবস্থান ৬০ এ। সাদা বলের ছোট সংস্করণের ব্যাটিং র্যাঙ্কিংয়ে ৮২৯ পয়েন্ট নিয়ে সবার উপরে ভারতের ব্যাটার অভিষেক শর্মা। সংক্ষিপ্ত সংস্করণের বোলিং র্যাঙ্কিংয়ে মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৪১। হালনাগাদে একধাপ এগিয়েছেন তিনি, বর্তমান অবস্থান ১১তে। ২০১৭ সালে মোস্তাফিজের সর্বোচ্চ রেটিং পয়েন্ট এসেছিলো ৭১৭। র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড়...