মুন্সীগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুতের অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছে আন্দোলনকারী কর্মচারীররা। এ সময় প্রায় আধা-ঘন্টা অবরুদ্ধ অবস্থায় থাকেন ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেঁজগাঁও এলাকার পল্লী বিদ্যুত অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পৌছে ডিজিএমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে। জেলার শ্রীনগর উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম খন্দকার মাহমুদুল হাসান জানান, আন্দোলনরত ২০-২৫ জন কর্মচারী তার অফিসকক্ষে প্রবেশ করেন। এসময় তাকে অবরুদ্ধ করে সার্ভার ও বিলিং শাখায় তালা ঝুলিয়ে দেয়। এসময় তিনি থানা পুলিশকে অবগত করেন। বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ পল্লী বিদ্যুত অফিসে ছুটে এলে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা প্রস্থান করে। পরে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে বিলিং ও সার্ভার শাখার তালা ভেঙ্গে ফেলেন। এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ...