১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের অবৈধ চুল্লি আবারও বেপরোয়া আকারে ছড়িয়ে পড়েছে। উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে দেড় শতাধিক কয়লা চুল্লিতে প্রতিদিন হাজার হাজার মণ কাঠ পুড়িয়ে উৎপাদন হচ্ছে কয়লা। এতে একদিকে বনের পর বন উজাড় হচ্ছে, অন্যদিকে ধোঁয়া ও দূষণে মারাত্মক বিপপর্যায়ে হয়ে পড়ছে পরিবেশ। স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। সরেজমিনে জানা গেছে, ২০২৩ সালের ৯ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে সময় ১১৩টি অবৈধ চুল্লি ধ্বংস করা হয়েছিল। কিন্তু অভিযান শেষে অল্প কিছুদিনের মধ্যেই আবারও একই স্থানে নতুন চুল্লি গড়ে তোলা হয়। বর্তমানে ওই এলাকায় দেড়শ’ এর বেশি চুল্লি চালু রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।...