যেকোনো ফুটবলারের জন্য পরম আকাঙ্ক্ষিত ব্যালন দ’র জয়। ব্যতিক্রম নন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামালও। এবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জয়ের লড়াইয়ে বেশ ভালোভাবে থাকা স্প্যানিশ এই ফরোয়ার্ড বললেন, কেবল একবার নয়, ক্যারিয়ারে অনেকবার এই স্বাদ পেতে চান তিনি। বয়স কেবল ১৮ বছর। এই অল্প বয়সেই ফুটবল বিশ্বে তারকাখ্যাতি পেয়ে গেছেন ইয়ামাল। পায়ের জাদুতে হয়ে উঠেছেন সময়ের সেরাদের একজন। গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে বড় অবদান রাখা উসমান দেম্বেলেকে এবারের ব্যালন দ’র জয়ের সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে। তবে বার্সেলোনার লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ে ভূমিকা রাখা ইয়ামালের হাতেও পুরস্কারটি দেখছেন অনেকে। আগামী ২২ সেপ্টেম্বর প্যারিসে হবে ব্যালন দ’র অ্যাওয়ার্ড অনুষ্ঠান। ব্যালন দ’র জয়ী নির্বাচিত হয় সাংবাদিকদের ভোটে। এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং আয়োজক...