জামালপুরের সরিষাবাড়ীতে ক্যাসিনো ও অনলাইন জুয়া খেলার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা ও স্থল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— কাওয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মো. আলাল, তার ভাই দুলাল, ইসমাইল হোসেনের ছেলে শ্রাবণ এবং স্থল গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. শামীম। অভিযানের সময় জব্দ করা হয়েছে ৫টি বাটন ফোন, ৯টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি আইফোন, ৪১টি সিমকার্ড, ৪টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র, ১টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২টি মেমোরি কার্ড, ১টি মনিটর এবং নগদ ২০ হাজার ৪২৯ টাকা। স্থানীয়রা জানায়, কাওয়ামারা ও স্থল গ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ক্যাসিনো ও অনলাইন জুয়া খেলা চালিয়ে আসছিল। এই খেলায় যুবসমাজ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। সরিষাবাড়ী...