কুড়িগ্রাম সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–২২ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিনে কুড়িগ্রামের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ করে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ী দুইজনকে আটক করা হয়। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি–২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক (পিএসসি)। আটক ব্যক্তিরা হলেন— ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) এবং একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)। বিজিবি জানায়, অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ) ১২৫টি, ভারতীয় মদ ৬৩৫ বোতল, গাঁজা...