দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংদের ভোট হতে যাচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি ভোটকেন্দ্রে প্রায় ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী ভোটা দিবেন। এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে ১৭৭ জন এবং ২১টি হল সংসদে ৪৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাকসুকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা পুনরুজ্জীবনের প্রত্যাশা জাগিয়েছে। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছু শঙ্কা এবং প্রার্থিতা বাতিলের ঘটনা নিয়ে উত্তেজনা ক্যাম্পাসে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ভোট হবে ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) ব্যালট পেপারে, যা মেশিন-রিডেবল এবং দ্রুত গণনা করা যায়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান...