প্রহসনমূলক বিচারে ১৬ বছর ধরে কারাবন্দি থাকা বিডিআর সদস্যদের মুক্তি না দিলে গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাদের পরিবারের সদস্যরা।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রেস ক্লাবের সামনে “জেলবন্দি বিডিআর সদস্যদের পরিবার” ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেওয়া হয়।পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের বিভাগীয় মামলায় সাজা শেষে হত্যা মামলায় যারা যাবজ্জীবন বা ফাঁসির আদেশ পেয়েছেন তাদের পাশাপাশি, যাদের ১ থেকে ১০ বছর পর্যন্ত সাজা হয়েছিল, তারা সাজা ভোগ করেও এখনও কারাগারে আটক আছেন। কেবল চলমান বিস্ফোরক মামলার কারণে গত ১৬ বছর ধরে ২০০ জনেরও বেশি বিডিআর সদস্য মুক্তি পাচ্ছেন না।তাদের দাবি, সাক্ষীদের জোরপূর্বক সাক্ষ্য দেওয়ার অভিযোগ আদালতে প্রকাশ হলেও মামলা বাতিল হয়নি। জানুয়ারি ২০২৫ থেকে একের পর এক আদালত বসছে, জামিনের আশ্বাস দেওয়া হলেও কেউ জামিন পাচ্ছেন না। দীর্ঘ কারাবাসে...