২০ ওভারের ক্রিকেট নিয়ে আগাম কিছু ধারণা করা কঠিন বলেই মনে করেন আমিনুল ইসলাম বুলবুল। তবে বাংলাদেশ দলকে নিয়ে আত্মবিশ্বাসর কমতিও নেই তার। বিসিবি সভাপতির বিশ্বাস, এবারের এশিয়া কাপে লম্বা পথ পাড়ি দেবে লিটন কুমার দাসের দল। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে অধিনায়ক লিটন ও এই সময়ের পারফরমার জাকের আলি বলে গেছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের। সবশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছে। এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতিও নিয়েছে দল। এবার মাঠে নিজেদের মেলে ধরার পালা। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার টুর্নামেন্ট শুরু করবেন লিটনরা। বাংলাদেশের অভিযান শুরুর আগের দিন বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি শোনালেন দল নিয়ে তার আশার কথা। “আমি প্রত্যাশা করছি… আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা সংস্করণ, এখানে ভবিষ্যদ্বানী করা খুব...