নোয়াখালীতে দোকান উচ্ছেদ করে খননের জন্য প্রস্তুত করা খাল ভরাট করে পৌরসভা যাত্রী ছাউনি নির্মাণ করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। যাত্রী ছাউনি নির্মাণের নামে জায়গা দখল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উচ্ছেদের কারণে ক্ষতিগ্রস্তদের। বুধবার সকাল ১১টায় সদর উপজেলার সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে মানববন্ধন করে এই অভিযোগ ও প্রতিবাদ জানিয়েছেন সোনাপুর বাজারের ব্যবসায়ীরা। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল বলেন, জলাবদ্ধতা নিরসনকল্পে খাল খননের উদ্দেশ্যে ২০১৯ সালে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙে দেয় জেলা প্রশাসন। বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীরা প্রশাসনের সে উদ্যোগে সহযোগিতা করে। “কিন্তু জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উলটো উদ্ধার করা খালি জায়গা যে যার মতো করে দখল করল। এখন দেখছি খোদ নোয়াখালী পৌরসভা যাত্রী ছাউনি নির্মাণের নামে বালি ফেলে খাল ভরাট...