নেপাল পুরোপুরি শান্ত হয়নি এখনও। জামাল-মিতুল-সোহেলরা এখনও টিম হোটেলে ‘বন্দি’। জেন-জি’র আন্দোলনের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি আগের চেয়ে ভালো। তারপরও খেলোয়াড়েরা হোটেলের বাইরে বের হচ্ছেন না। হোটেলের ফিটনেস সেন্টারে ঘাম ঝরিয়ে, দেশে পরিবার-পরিজনের সাথে কথা বলে সময় কাটাচ্ছেন। দ্বিতীয় প্রীতি ম্যাচ ভেস্তে যাওয়ায় মঙ্গলবারই দেশে ফেরার কথা ছিল জামাল-মিতুলদের। তবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরা হয়নি খেলোয়াড়দের। নানা সুত্রের খবর, বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে পারে দল। নিরাপত্তা সংকটের কারণে কাঠমাণ্ডুর টিম হোটেলেই অবস্থান করছে বাংলাদেশ দল। সেখান থেকেই ভিডিও বার্তায় মিডফিল্ডার সোহেল রানা জানিয়েছেন সার্বিক পরিস্থিতি। “গতকালকের থেকে আমাদের আজকের অবস্থা খুবই ভালো। গতকাল নেপালে যে একটা পরিস্থিতি ছিল…কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত। যেহেতু সেনাবাহিনী সব কিছুর দায়িত্ব নিয়েছে, তো...