উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড়ের স্যার সৈয়দ আহমেদ রোডে হোটেল তাজ ইন-এ এ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়নের সদস্য মিজানুর রহমান। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. গোলাম কিবরিয়া ডাকলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নজরুল ইসলাম মুকুল, মোকাদ্দেস হোসেন সেলিম, আব্দুল জব্বার সুজন, আবু মনি সাকলাইন এলিন, আকরামুজ্জামান আরিফ, নাজমুল হুসাইন, মিলন খান, নাজমুল ইসলাম, চয়ন আহমেদ প্রমুখ। আলোচনায় বক্তারা সংগঠনের অতীত, বর্তমান এবং সংকট নিরসনের বিষয়গুলো তুলে ধরেন। নজরুল ইসলাম মুকুল বলেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ২২ জুলাই ২০২৫ এ শেষ হয়েছে। ফলে এ কমিটি এখন বিলুপ্ত ও অবৈধ। গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে ত্রিবার্ষিক...