বাণিজ্য ডেস্কঃবিশ্বের অন্যতম সেরা ধনী ওয়ারেন বাফেট। ৯৪ বছর বয়সী বিশ্বের অন্যতম সফল এই বিনিয়োগকারী বার্কশায়ার হ্যাথাওয়ের নেতৃত্ব দিয়েছেন। শক্তিশালী ব্র্যান্ড ও সহজ ব্যবসা বোঝাই তাঁর বিনিয়োগের মূলনীতি। কোকাকোলা, অ্যাপলসহ বহু বড় কোম্পানিতে তাঁর বিনিয়োগ রয়েছে। তাঁর সাধারণ জীবনযাপন, মিতব্যয়িতা ও সততার জন্য তিনি বিশ্বজুড়ে সম্মানিত। নিজের সম্পদের প্রায় সবটাই দাতব্য কাজে দান করার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে বাফেট ঘোষণা দিয়েছেন, ২০২৫ সালের শেষে তিনি সিইও পদ থেকে অবসর নেবেন। ব্যবসা-বাণিজ্যে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি তিনি জ্ঞান ও পরামর্শ দেওয়ার জন্যও বিখ্যাত। নতুন উদ্যোক্তা, উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা কর্মজীবনের শুরুতে থাকা যেকোনো কর্মীর জন্য যা সমানভাবে মূল্যবান। নিচে জীবন, ক্যারিয়ার ও বিনিয়োগ নিয়ে ওয়ারেন বাফেটের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরা হলো— ১. জীবনের খারাপ দিক নিয়ে বেশি চিন্তা করবেন না। জীবনে খারাপ...