চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মাসকলাই ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে বিনামূল্যে দেওয়া হচ্ছে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার। এই কর্মসূচির উদ্দেশ্য হলো মাসকলাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা। বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা...