গাজীপুরে অপারেশন থিয়েটারে চিৎকার করায় এক রোগীকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বেসরকারি হাসপাতাল কে কে হসপিটাল ও ডায়গনেস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।জানা গেছে, দালালের চক্করে পড়ে স্থানীয় বেসরকারি হাসপাতাল কে কে হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন আনোয়ারা বেগম। সেখানে অপারেশন করার জন্য আসেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন। এনেস্থিসিয়া দেওয়ার পর অপারেশন শুরু হয়। কিন্তু প্রচণ্ড ব্যথা অনুভব করায় চিৎকার শুরু করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে রোগী আনোয়ারা বেগমকে সজোরে থাপ্পড় দেন চিকিৎসক।ভুক্তভোগী রোগী আনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন আগে এলার্জির সমস্যা জন্য একটি ইনজেকশন নিয়েছিলাম। পরে সেখানে ইনফেকশন দেখা দেয়। সম্প্রতি তীব্র হাতের ব্যথার সমস্যা নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আসি আমি। পরীক্ষা-নিরীক্ষার পর জানতে...