ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সাধারণ সম্পাদক –জিএস পদে পরাজয়কে রাজনৈতিক জীবনের প্রথম পরিচয় হিসেবে আখ্যা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী তানভীর বারী হামিম। তিনি বলেছেন, এ পরাজয় ভাগ্যের কাছে, পরিবেশ ও পরিস্হিতির কাছে এবং সময়ের কাছে। বুধবার বিকালে নিজের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। ঢাকা টাইমস পাঠকদের জন্য তার লেখাটি হুবহু তুলে ধরা হলো–আমি খুব সাধারণ একজন মানুষ। হাসি-খুশি তবে সংগ্রামী। তারেক রহমান ও ছাত্রদল নেতৃবিন্দ আমাকে সম্মানিত করেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদল থেকে জিএস প্রার্থী করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যেভাবে প্রকাশ্যে গ্রহণ করেছিলেন, আমার উপর আস্হা রেখেছেন সেটিও ফলাফলে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। আমি দুঃখ প্রকাশ করছি তারেক রহমান ও ঢাবি শিক্ষার্থীদের কাছে। ব্যক্তিগত জীবনে অনেক হেরেছি, রাজনৈতিক জীবনে এটাই প্রথম পরাজয়। যদিও এ পরাজয়...