অস্ত্র ও মদ উদ্ধার মামলায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। বুধবার বিচারক মোবাশির হাসান এ পরোয়ানা জারি করেন। শুনানিতে গান্দাপুরের পক্ষে কোনো আইনজীবী হাজির না হওয়ায় আদালত তাকে গ্রেপ্তার করে আগামী ১৭ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেন। এর ঠিক একদিন আগে লাহোরের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল (এটিসি) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষ নেতা শাহ মাহমুদ কোরেশিকে খালাস দিলেও, একই মামলায় দলটির নেতা ডা. ইয়াসমিন রশিদ, ইজাজ চৌধুরীসহ কয়েকজনকে ১০ বছরের কারাদণ্ড দেন। ২০২৩ সালের ৯ মে লাহোরের রাহাত বেকারি চত্বরে সহিংসতা ও সুপ্রিম কোর্টের এক বিচারকের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় এই মামলার শুনানি হয়। লাহোরের কটলাখপাত কারাগারে বিচারক মানজার...