লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো — আধুনিক ফুটবলের সবচেয়ে বড় দুই নাম। এই দুই কিংবদন্তি তাদের প্রতিদ্বন্দ্বিতার শেষ অধ্যায়ে পৌঁছে গেছেন। কিন্তু এই সময়েও আন্তর্জাতিক ফুটবলে তারা একে অপরের সঙ্গে কতটা পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন?সবচেয়ে সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচেই দুইজনই করলেন জোড়া গোল। মেসি দুইবার জালের দেখা পান ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে, যেটা ছিল ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার একগুচ্ছ দাপুটে পারফরম্যান্সের অংশ। এর ঠিক পরদিন, রোনালদো জোড়া গোল করেন আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে পর্তুগালের একতরফা জয়ে, যেটি ছিল তাদের বাছাইপর্বের সূচনামাত্র। পরের ম্যাচেও করেছেন গোল। ৩৮ আর ৪০ বছর বয়সেও যখন তারা একে অপরকে টক্কর দিয়ে যাচ্ছেন। ফিরে তাকানো যাক তাদের শেষ ৫০ আন্তর্জাতিক ম্যাচের দিকে_ লিওনেল মেসি, যিনি দীর্ঘদিন ধরেই জাতীয় দলে বারবার ভেঙে পড়েছেন, তিনিই কিনা শেষ ৫০...