নেপালে জেনারেশন জি নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবারের বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার ঘটনায় তিনি শোক প্রকাশ করে সংলাপের আহ্বান জানিয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে হিমালয়ান টাইমস। এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় গুতেরেস লিখেছেন, ‘নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত।’ তিনি মৃত্যুর ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কর্তৃপক্ষকে মানবাধিকার আইন মেনে চলা, সংযম প্রদর্শন ও সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, ‘বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে হতে হবে, জীবন ও সম্পদের প্রতি সম্মান রেখে।’ আরও পড়ুনআরও পড়ুনদুই দিন স্থবিরতার পর চালু হলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর এর আগে জাতিসংঘ নেপাল কার্যালয়ের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যপ্রাপ্তির...