এই খামারিদের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি বড় ভূমিকা রাখছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তা। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)-এর ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ উপ-প্রকল্পের আওতায় খামারিদের মধ্যে গাড়ল বিতরণ করা হয়েছে। জিজেইউএস-এর মনিটরিং অফিসার মো. সাইফুল ইসলাম জানান, গাড়ল দ্রুত বর্ধনশীল এবং এর মাংস সুস্বাদু হওয়ায় আমরা সদস্যদের মাঝে এটি বিতরণ করছি। এর মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। এ বিষয়ে ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান বলেন, গাড়লের রোগ...