এত কিছুর পরও ‘জেন জি’ গোষ্ঠীর দাবি, গত দুদিন ধরে চলা ভাঙচুর, অগ্নিকাণ্ড, লুটতরাজের মতো ধ্বংসাত্মক কাজের সঙ্গে তাদের আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই। তাদের অভিযোগ, বাইরে থেকে ঢুকে পড়া সুবিধাবাদী গোষ্ঠী জেন জি’র মুখে কালিমা লেপনে এই হিংসা চালাচ্ছে। তাদের অভিযোগ, রাজনৈতিক ব্যক্তি বা সুবিধাবাদীরা তাদের আন্দোলনকে হাইজ্যাকের চেষ্টা করছে। বুধবার (১০ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে ঘর ও গাড়ি থেকে উঠে আসা নিভন্ত আগুনের ধোঁয়া এখনও শহরের আকাশ ঢেকে রেখেছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেনাবাহিনী কারফিউ জারি রেখেছে। হিংসা ও ভাঙচুরের সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীদের লুট করা আগ্নেয়াস্ত্র অবিলম্বে ফেরত দিতে বলা হয়েছে। এত কিছুর মধ্যেও প্রতিবাদকারীদের জোর দাবি, এই কাজগুলোতে বাইরের লোকজন জড়িত। প্রতিবাদকারীরা এক বিবৃতিতে বলেছে, নেপালের জেনারেশন জেড এই আন্দোলন শুরু...