ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ও জনসেবামূলক কার্যক্রমে গতি ফিরেছে। নিরলস পরিশ্রম ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন ইউনিয়নের প্রশাসক অহিদুল ইসলাম। তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পালিয়ে যান। জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়। ভৈরবপাশা ইউনিয়নের দায়িত্ব নিয়ে অহিদুল ইসলাম সেবায় নিয়োজিত হওয়ার পর থেকে পরিষদের কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সরেজমিনে দেখা গেছে, বর্তমানে ইউনিয়ন পরিষদের কাজের গতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন সহজে এবং হয়রানি ছাড়াই। ফলে স্থানীয় জনগণের ভোগান্তি কমেছে এবং তারা প্রশাসকের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করছেন। প্রতাপ গ্রামের বাসিন্দা ফয়সাল হোসেন বলেন, “আমাদের এলাকায় কিছু রাস্তাঘাট দীর্ঘদিন...