আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়া কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং প্রথম ম্যাচেই আফগানিস্তানের কাছে ৯৪ রানে বিধ্বস্ত হয়েছে। ১৮৮ রানের জবাবে তারা থেমে যায় মাত্র ৯৪ রানে, মাত্র দুজন ব্যাটারই ছুঁতে পেরেছিলেন দুই অঙ্ক। ব্যাটিং লাইনআপ ভঙ্গুর, বোলিংয়েও শেষ দিকে বিধ্বস্ত— ফলে চাপের মুখেই বাংলাদেশের বিপক্ষে নামছে তারা। অন্যদিকে বাংলাদেশ নামছে প্রবল আত্মবিশ্বাস নিয়ে। সাম্প্রতিক সময়ে তারা জিতেছে টানা তিনটি সিরিজ—শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে। এবার লক্ষ্য স্পষ্ট—আসরের শুরুতেই জোরালো বার্তা দেওয়া এবং শিরোপা দৌড়ে নিজেদের প্রমাণ করা। এশিয়া কাপে বাংলাদেশের গল্প বরাবরই সম্ভাবনার, তবে ট্রফি এখনও অধরাই। তিনবার ফাইনালে উঠেও (২০১২, ২০১৬, ২০১৮) ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে হতাশা বরণ করতে হয়েছে টাইগারদের। তবে অধিনায়ক লিটন দাস আত্মবিশ্বাসী, ‘চ্যাম্পিয়নশিপ জেতার স্বাদ এখনও পাইনি, কিন্তু ইতিহাস ভাঙার...