কানের দুল ছাড়া নারীর সাজ পূর্ণতা পায় না। ফ্যাশন-সচেতন নারীর সাজে এক অনন্য অনুষঙ্গ কানের দুল। শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার-কামিজ বা কুর্তির সঙ্গে কানে বড় মাপের দুল পরার ফ্যাশনে ট্রেন্ড এখন। লম্বা ঝুলের দুল সাজে পরিপূর্ণতা নিয়ে আসে। বর্তমান ফ্যাশনে চলছে মেটালের বড় ঝুমকা, পশ্চিমা আমেজ দেওয়া নজরকাড়া ডিজাইনের লম্বা ঝুলের দুল। ময়ূর, বিভিন্ন রকমের ফুল, লতাপাতা, বাহারি সব নকশা দুলে দেখা যায়। বড় দুলে আয়নার কাজ করে তাতে ফো পার্ল, পাথর বা পুঁতি বসানো হয়। এসব দুল যে কোনো রঙের পোশাকের সঙ্গে খুব ভালো মানিয়ে যায়। অনেকে ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে দেশীয় ঐতিহ্য রাখতে ঝুমকা পরে থাকেন। আবার ঝুমকা দিয়ে বোহো লুক আর ফিউশনের আমেজ নিয়ে আসে। তবে সারাদিন কানে ভারী দুল কানে ব্যথা হতে পারে। ভারী দুল পরার সময়ে কিছু...