মঙ্গলবার রাতে প্রতিপক্ষের জালে গোল বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ডও। বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে ফুটবল উপহার দিয়ে বেলগ্রেডে সার্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছে তারা। সে সঙ্গে গ্রুপ কে’র শীর্ষস্থানে আরও মজবুত হলো টমাস টুখেলের শিষ্যরা। রাজিকো মিতিচ স্টেডিয়ামে শুরুটা ধীরগতির হলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। ৩৩তম মিনিটে ডেক্লান রাইসের কর্নার থেকে হেড করে গোলের সূচনা করেন হ্যারি কেইন। দুই মিনিট পরেই দুর্দান্ত নৈপুণ্যে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করেন ননি মাদুয়েকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সার্বিয়ার রক্ষণের দুর্বলতা কাজে লাগিয়ে টানা দুই গোল করে ইংল্যান্ড। ৫২তম মিনিটে মার্ক গুয়েহির অ্যাসিস্টে এজরি কনসা করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। ৭২তম মিনিটে বড় ধাক্কা খায় সার্বিয়া। শেষ ভরসা হিসেবে হ্যারি কেইনকে ফাউল করে লাল কার্ড দেখেন সার্বিয়ান ডিফেন্ডার নিকোলা মিলেনকোভিচ। এ সময় ফ্রি-কিক থেকে আসা...