১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর সকাল। সাজ্জাদ হায়দারের নেতৃত্বে পেশোয়ার বিমান ঘাঁটি থেকে ছয়টি বিমান উড়তে শুরু করে। বিমানগুলো যখন সীমান্তের কাছে আত্তারি গ্রামের দিকে ঘুরে যাওয়ার নির্দেশ পায়, ততক্ষণে তারা শিয়ালকোটের কাছে লক্ষ্যবস্তু থেকে মাত্র পাঁচ মিনিট দূরে ছিল। আগের রাতে ওই এলাকা দিয়েই ভারতের কয়েকটি ট্যাংক পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং লাহোরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল প্রায়। স্কোয়াড্রন ১৯ কমান্ডার সাজ্জাদ হায়দার তার 'ফ্লাইট অফ দ্য ফ্যালকন: ডেমোলিশিং মিথস অফ দ্য ইন্দো-পাক ওয়ার্স ১৯৬৫-১৯৭১' বইয়ে লিখেছেন, "পাকিস্তানের কেন্দ্রবিন্দুতে (লাহোর -যেটা ছিল তখনকার রাজধানী) আক্রমণের খবর পেয়ে আমাদের হৃদয়ে যে যন্ত্রণা ছড়িয়ে পড়েছিল তা ভাষায় বর্ণনা করা অসম্ভব।" "লাহোর শব্দটি শুনেই মনে হলো যেন একটা বিশাল বৈদ্যুতিক শক লেগেছে।...