ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ীদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, "আমি আজ ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই, যাঁরা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছেন তাঁদের। এটাই গণতন্ত্রের রীতি।" আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে কিছু ত্রুটিবিচ্যুতি হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "যেহেতু যাত্রা অনেক বছর পর শুরু হয়েছে, কিছু ত্রুটি ছিল।" তবে গণমাধ্যমে শিবির সমর্থিত প্যানেলের জয় নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, "আমার জানামতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশ নেয়নি। তাদের নামে বা ব্যানারে কোনো প্যানেল দেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন...